সহকারী প্রধান শিক্ষকের বাণী

স্মৃতিতে আমার স্কুল

আলহামদুলিল্লাহ। ০১ আগষ্ট ২০১০ সাল। বকসীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে যোগদম করি। কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধান শিক্ষক জনাব মোঃ মেহেরুজ্জামান স্যারের, যিনি আমার যোগ্যতায় মুগ্ধ হয়ে অত্র প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে নিয়োগ দেন। আমার সততা ও কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে আবারো ২০২২ সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে অত্র প্রতিষ্ঠানে নিয়োগ দেন। প্রতিষ্ঠানটি ১৯৪৫ সালে অবিভক্ত বৃটিশ ভারতের জলপাই গুড়া জেলার শিক্ষা অফিসের অধীনে প্রতিষ্ঠিত হয়।

স্মৃতি অম্লান, তাকে মুছে ফেলা যায় না। সেই মুছে না ফেলার স্মৃতির আধার হলো বকসীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয়। গ্রামীণ পরিবেশে অবস্থিত বকসীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয় কুড়িগ্রাম জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৪৫ ইং সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ২০২০ সালে ৭৫ বছরে পদার্পন করে। কালের বিবর্তনে সেই আনন্দঘন স্মৃতি আজ বিস্মৃতি। কবি গুরুর ভাষায়-

“দিনগুলি মোর সোনার খাচায় রইল না সেই যে আমার নানান রঙ্গের দিনগুলি”

“That of my colourfull days is not bound in golden cage”

অনুষ্ঠান আয়োজনে সকলের সহযোগিতা ও ভালোবাসা আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। যে লক্ষ্যকে সামনে রেখে প্লাটিনাম জয়ন্তী

উৎসব, সেই লক্ষ্য পূরণ হউক-এটাই আমার ব্রত।

মোঃ নুর আলম সরকার

এম.এ (ডবল), এমএড

সহকারী প্রধান শিক্ষক

বকসীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয়

উলিপুর, কুড়িগ্রাম।