মোঃ মেহেরুজ্জামান প্রধান শিক্ষক

শিক্ষাই জাতির মেরুদন্ড। জ্ঞানী, কর্তব্যনিষ্ঠ ও দায়িত্বশীল ব্যক্তিত্ব গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা অর্জন করা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক শিক্ষার। এই প্রাতিষ্ঠানিক শিক্ষার দ্বারাই সভ্যতার সংকট মোচন, দক্ষতা অর্জন, সুনাগরিকতা তৈরী মূল্যবোধ ও নৈতিকথা জাগ্রত এবং সংকীর্নতা দূর করা সম্ভব। প্রাতিষ্ঠানিক শিক্ষা বাস্তব আলো বিস্তারের লক্ষ্যে ১৯৪৫ সালে জ্ঞানী, গুণী, সমাজের শিক্ষার আলোক বর্তিকা, দূরদর্শী সম্পন্ন, বিদ্যানুরাগী, স্বনামধন্য, নিরহংকারী মরহুম আফতাব উদ্দীন খন্দকার বকসীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন (মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি)। শান্ত-স্নিগ্ধ মনোরম পরিবেশে এ বিদ্যালয় থেকে বিদ্যা অর্জন করে অনেক ব্যক্তি আলোকিত করেছেন দেশ ও জাতিকে।

শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব বা ICT শিক্ষা কেন্দ্র, সাংস্কৃতিক, আনুষ্ঠানিক খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা ব্যবস্থা। যুগের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তির বিষয়ে জ্ঞান লাভ করে কল্যাণী ভুবনে ভিড়াবে তাদের জীবনতরী এ আমার প্রবল প্রত্যাশা।

ভাঙনের শব্দ নয়, চাই গড়বার প্রত্যয়। এ বিদ্যালয়ের অগ্রযাত্রা আরও বেগমান হবে। জ্ঞানী, দেশপ্রেমিক, সৎ মানুষ তৈরী হবে আর দেশে বিদেশে আরও সুনাম ছড়াবে এ আমার একান্ত কামনা।