
বিংশ শতাব্দির মাঝ লগ্নে শিক্ষার আলো জ্বালানোর এক মহান ব্রত নিয়ে গড়ে ওঠা আজকের এই বকসীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয়। ধরলার তীরে গড়ে ওঠা আমাদের মহান বিদ্যাপীঠ আলোকিত করেছে ধরলা তীরের জন জীবন। এর অগ্র যাত্রায় সৃষ্টি হয়েছে অত্র অঞ্চলের ঐতিহ্য। বহু বর্ষের পুরনো এই বিদ্যাপীঠ কত জীবনের কুঁড়ি ফুটিয়েছে যা যার সাক্ষী মহাকাল।
এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি স্বদর্পে চলতে থাকলে এক সময় ধরলার ভাঙ্গনে অসহায় হয়ে পড়ে। বিলীন হতে থাকে গৌরব গাঁথা সমস্ত নিদর্শণ। কমতে থাকে পরিসীমা। এক সময় নীড় হারা পাখির মত পাখা ঝাপটাতে থাকে বিদ্যালয়ের পরিবারবর্গকে মেনে নিতে হয় জীবনের পরাজয়কে। সে দিনের পরাজয়টুকু ছিল ক্ষনিকের। আজকের প্রধান শিক্ষক মহোদয় সেদিন দক্ষ মাঝির ন্যায় হাল ধরে ছিল এবং সহকারীবৃন্দ তাঁকে সহযোগিতা দিয়ে আবার নতুন করে আশার আলোয় উদ্ভাসিত করে। সহযোগিতা করেছিল অত্র অঞ্চলের সুধী সমাজ। আবার জেগে ওঠে ধরলা পাড়ের এই বিদ্যালয়টি।
অনেক স্মৃতিবিজরিত এ বিদ্যাপীঠে আমাদের যেমন পদচারণা তেমনি আমাদের অনুভূতিতে পরিভ্রমণ করে না বলা অনেক ঘটনা প্রবাহ। গৌরবোজ্জ্বল ভূমিকার অধিকারী শিক্ষালয় আজও তার যশ ও খ্যাতি অক্ষুন্ন রেখে জ্ঞানের আলোকবর্তিকা জ্বেলে এগিয়ে চলেছে।
পরিশেষে ঐতিহ্যবাহী এ শিক্ষালয়ের পচাঁত্তর বর্ষ পূর্তি উৎসব উদযাপনের সম্পৃক্ত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
ভবদীশ চন্দ্র রায় মানিক
সহকারী শিক্ষক (হিন্দু ধর্ম) বকসীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয়