বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব খন্দকার আব্দুর রউফ সাবেক প্রধান শিক্ষক

সময় এগিয়ে চলে দিন যায় বছর আসে, বছর পেরিয়ে যুগ, অতঃপর যুগান্তরে-শতাব্দি। সময়ের এই চলার পথে সৃষ্টি হয় ইতিহাস, গড়ে ওঠে ঐতিহ্য। সেই ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক বকসীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হচ্ছে। এ জন্য আমি অত্যান্ত আনন্দিত।

১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যাপীঠ দীর্ঘ কালব্যাপী শিক্ষার আলো জ্বেলে অগণিত প্রাণের আঁধার ঘুচিয়ে দেখিয়েছে পথ, দিয়েছে জীবনের দিবা নির্দেশনা তার হিসাব আমরা না রাখলেও মহাকালের দিনলিপিতে তা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এর আলোর আলোকিত হয়ে গড়ে ওঠা অসংখ্য জ্ঞানী-গুণী দেশ বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রেখে জাতির মুখ উজ্জ্বল করেছে। তাই স্থানীয় জনগণের কাছে এ বিদ্যালয় অতি প্রিয়। অতি গৌরবের। অর্জিত গৌরব গাঁথা বুকে ধারণ করে শতাব্দির পর শতাব্দিকাল এর অস্তিত্ব সমুন্নত রেখে এ বিদ্যানিকেতন এগিয়ে যাবে অনদিকাল এ প্রত্যাশা করছি। শতাব্দির প্রাচীন এ শিক্ষানিকেতনের প্লাটিনাম জয়ন্তী উৎসবের উদ্যোক্তা আয়োজক সহ সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন।